DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

কৃষক গন মাঠে হাল চাষ করছেন আর সাহায্য ভোগ করছেন অন্যরা — অভিযোগ

নিজস্ব সংবাদদাতা বড় খলা 7 ই জুলাই— পূর্বের মতো এবারও কৃষি বিভাগের তরফে কৃষক দের সুদ বিহীন কৃষি ঋণ দেওয়ার কাজ শুরু হয়েছে ।কিন্তু আগের বারের মত এবারও প্রকৃত কৃষক গন যে বঞ্চিত হবেন তা অনুমান করা হচ্ছে ।এই প্রতিবেদক বড় খলা উন্নয়ন খণ্ড এলাকার হাতি ছড়া পঞ্চায়েত এলাকায় পৌছানোর পর সেখানকার সমাজ সেবি গন বলেন এই দেখুন ওরা প্রকৃত অর্থে কৃষক , রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠে ফসল ফলাতে ব্যস্ত , কিন্তু সরকার তাদের উন্নয়নের জন্য বছরে ছয় হাজার টাকা করে সুদ বিহীন ঋণের ব্যবস্থা করেছে , কিন্তু তাদের অজ্ঞতা র সুযোগে তাদের জন্য বরাদ্দকৃত অর্থ অন্যরা ভোগ করছে ।

জনৈক প্রাক্তন পঞ্চায়েত সভাপতি এই প্রতিবেদক জানিয়েছেন  বিগত দিনে যারা কৃষি ঋণ পেয়েছেন তাদের মধ্যে কে নেই , চাকুরি জিবি থেকে শুরু পেনশন ভোগী গন ও কৃষি ঋণ ভোগ করেছেন , সবচেয়ে মজার ব্যাপার হলো ওরাই আবার মাছ পালনের জন্য ঋণ নিয়েছেন ।এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে কৃষি বিভাগের তরফে ওদের ছাড়পত্র দেওয়া হয়েছে ? বাস্তবে দেখা যাচ্ছে প্রকৃত কৃষক গন তার ছিটেফোঁটা পাচ্ছেন না ।এব্যাপারে জেলা কৃষি বিভাগের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষক গন ।এব্যাপারে রাজ্যের কৃষি মন্ত্রীর কাছে এক স্মারকলিপি প্রদান করা হবে