বিশেষ প্রতিবেদন 8 ই জুলাই শিলচর– বিগত সরকারের আমলে ও একবার কৃষি মন্ত্রী থাকাকালীন সময়ে মাননীয় অতুল বরা ঘোষণা করেছিলেন যে রাজ্যে হাজার হাজার ভূয়া কৃষি ঋন প্রদানের তথ্য সরকারের নজরে এসেছে, তিনি অত্যন্ত কঠোর ব্যবস্থা নিবেন বলে সংবাদ সম্মেলনে বলেছিলেন। এরপর নির্বাচনের ঢাকে কাঠি পড়ায় কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি । নির্বাচনের পর আবার তিনি জয়ী হয়ে বর্তমান সরকারের কৃষি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ,প্রকৃত কৃষক গন ভেবেছিলেন এবার হয়তো আমাদের ভাগ্য খুলবে , কিন্তু অতীব দুঃখের বিষয় এটা মন্ত্রীর রাজনৈতিক হুংকার যে ছিল তা পরিলক্ষিত হয়েছে সম্প্রতি বিভিন্ন পঞ্চায়েত এলাকায় যাদের নামে কৃষি ঋণ প্রদান করা হয়েছে ।গতকাল বড় খলার হাতি ছড়া পঞ্চায়েত এলাকার যে তালিকা সংবাদ মাধ্যমের কাছে এসেছে তা দেখলে চোখ উল্টে যাবে ,বিগত বছরের তালিকা মতে এবার ও কৃষি ঋণ দেওয়া হয়েছে ।
মোট চার শতাধিক মানুষ যাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকছে তাদের মধ্যে নব্বই শতাংশ মানুষের কৃষির সাথে কোন সম্পর্ক নেই , চাকুরি জিবি থেকে পেনশন প্রাপকের নাম তালিকায় রয়েছে , আর এদিকে সরকার বলেছে স্বচ্ছ প্রশাসন ,দূর্নীতি নির্মূল করতে বদ্ধপরিকর , ভূয়া কৃষি ঋন গ্রহীতা দের বিরুদ্ধে মামলা করা হবে বলে মন্ত্রীর হুংকার বাস্তবে যে মিল নেই তা পরিলক্ষিত হয়েছে।