লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন 9 ই জুলাই– 2013-2014 ইংরেজি বর্ষের মঞ্জুরীকৃত মোট এক কোটি পঁচিশ লক্ষ টাকার লক্ষীপুর আঞ্চলিক পঞ্চায়েতের বহুমুখী প্রেক্ষাগৃহের শুভ উদ্বোধন করা হলো গতকাল ।এই উপলক্ষে আয়োজিত লক্ষীপুর উন্নয়ন খণ্ডের চত্বরে নির্মিত এই প্রেক্ষাগৃহের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রাই, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জলী, জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই, মহকুমাশাসক বি, লিয়েন্ থা ঙ, সি ও ইল দাদ ফেই রিয়া ন, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি জে, নেই জার লিন, ই, ই, জগৎ জ্যোতি পাল , মণিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রিনা সিংহ, চা জনজাতি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় কুমার ঠাকুর, দুই জেলা পরিষদ সদস্য যথাক্রমে অনিতা দেবী ও সুজিত কুমার এছাড়া দুই উন্নয়ন খণ্ডের আধিকারিক গন ।
উদ্বোধনের পর এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই , তিনি বলেন প্রথম দিকে যে ঠিকাদার কাজ শুরু করেছিলেন তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন নি , বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছিল , পরে নূতন করে ঠিকাদার নিয়োগ করলে খুব কম সময়ের মধ্যে অ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় ।বিধায়ক কৌশিক রাই তার বক্তব্যে বলেন পূর্বতন সরকারের আমলে শুধু শিলান্যাস করা হতো, কাজ হতো না , এখন আমার প্রধান কাজ হবে লক্ষীপুর মহকুমা কে সাজিয়ে তোলা , তিনি আরও বলেন এই প্রেক্ষাগৃহের ব্যবহার স্থানীয় বাসিন্দারা এক নির্দিষ্ট মাসুল প্রদান করে যে কোন অনুষ্ঠান আয়োজন করতে পারবেন বলে ঘোষণা করেন ।আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি এই বহুমুখী প্রতিষ্ঠানেরয়েছে দেখভাল করবেন ।