নিজস্ব সংবাদদাতা লক্ষীপুর 10 ই জুলাই— সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে গতকাল লক্ষীপুর মহকুমার জয় পুর শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 73 তম স্থাপনা দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করলো।স্থানীয় ব্লো জম ইংলিশ স্কুলের মাঠে পরিষদের সহ সভাপতি বিভাস দেব রায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ।পরিষদের মূখ্য উদ্দেশ্য বিস্তারিত ভাবে তুলে ধরেন পরিষদ প্রমুখ শুভ্র জিত আচার্য।
এই উপলক্ষে অন লাইনের মাধ্যমে অঙ্কন ও নৃত্য প্রতিযোগী তার আয়োজন করা হয়,ইচ্ছুক প্রতিযোগী গন 12 ই জুলাই তারিখের মধ্যে ভিডিও তৈরি করে পরিষদের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং আগামী 14 ই জুলাই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তা গন। আজকের এই দিনে বিভিন্ন কার্যালয়ে ও বাজার এলাকায় সেনিটাই জে সন করা হয় ,
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি বাবুল বিশ্বাস সহ বিভাস দেব রায়, প্রসেনজিৎ পাল, মি টন রায়, দীপু দেব, লাভীনাথ, প্রিয়া চন্দ, প্রিয়াঙ্কা দাস, শিবা দে, রণজিৎ দে, অয়ন অধিকারী প্রমুখ ।