নিজস্ব সংবাদদাতা শিলচর 15 ই জুলাই—- প্রতিটি বিষয়ে মূখ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের রাজনৈতিক ইতিহাসে অভি লেখ সৃষ্টি করে চলেছেন।বিচক্ষণ হেমন্ত বিরোধী দলের নেতাদের এনএকাউন্ট নিয়ে প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করায় একদিকে যেমন পুলিশ বিভাগের মনোবল চাঙ্গা হয়েছে অন্যদিকে অপরাধী দের রাতের ঘুম কেড়ে নিয়েছে এমনটাই মনে করছেন সচেতন মহল।
বিগত দিনে শিশু হত্যা ও ধর্ষন নিয়ে পুলিশ প্রশাসনের তরফে সুবিচার নিশ্চিত করতে বিভিন্ন অসুবিধা ভোগ করতে হতো, রাজনৈতিক হস্তক্ষেপের জন্য অপরাধী রা বেচেঁ যেতো, এখন আর এমনটা হবে না বলে মনে করছেন বিগত দিনে সংঘটিত শিশু হত্যার পরিবার গুলি ।এসব অপরাধীদের গুলি করে মেরে ফেলা একমাত্র উপায় বলে মত প্রকাশ করেছেন বিভিন্ন মহিলা সমিতির সদস্যরা ।