অসীম রায়ের প্রতিবেদন 21 শে জুলাই– বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মিলনীর লক্ষীপুর আঞ্চলিক কমিটি ও বে ইস সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আজ একুশে জুলাই ভাষা শহীদ দিবস পালন করা হয় ।এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মিলনীর লক্ষীপুর আঞ্চলিক কমিটি’র সহ সভাপতি শিল্প জিত পাল ও সম্পাদক কার্তিক রায় এবং বে ইস সংগঠনের তরফে জিষ্ণু দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ তারা শহীদ দিবসের তাৎপর্য নিয়ে ও বক্তব্য রাখেন ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য দের মধ্যে গৌতম পাল, টি টু দাস, অসীম রায়, স্বপন চন্দ, সাংবাদিক পুলক দাস, সোমা রায়, শুক্লা চক্রবর্তী, দীপিকা মল্লিক, এস, দাস অভ্র জিত পাল , অপর্ণা পাল প্রমুখ ।