DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

উদার বন্দ বিধানসভা কেন্দ্রের লে দিয়া ছড়া চা বাগানের ভৈরব মন্দিরের নূতন মণ্ডপের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান

অসীম রায় লক্ষীপুর 24 শে জুলাই— পূর্ব উদার বন্দ এলাকার জয়পুর অঞ্চলের লে দিয়া ছড়া  চা বাগানের মহাকাল ভৈরব মন্দিরের নূতন মণ্ডপ নির্মানের ভিত্তি প্রস্তর গতকাল হিন্দু রীতি মেনে স্থাপন করা হয় ।এখানে উল্লেখ করা আবশ্যক এই মণ্ডপ নির্মানের জন্য উদার বন্দ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মিহির কান্তি সোম আসাম দর্শন প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকা বরাদ্দ করেন ।গতকাল আনুষ্ঠানিক ভাবে এই ভূমি পূজার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়কের প্রতিনিধি তথা বিশিষ্ট বিজেপি নেতা দীপক রুদ্র পাল।তিনি বলেন আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে এই বাগানের যে পাঁচ জন ব্যাক্তি কে নিয়ে এই বাগানে বিজেপির কাজ শুরু করেছিলেন আজ ও তারা একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছেন যার জন্য পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা ও লোকসভা নির্বাচনে এই বাগান থেকে বিপুল পরিমাণ ভোট বিজেপির দিকে ঝুঁকে পড়ে।

এই বাগানের মানুষের দীর্ঘদিন ধরে একটি দাবি ছিলো উন্নত মানের একটি কমিউনিটি হলের, বিধায়ক মিহির কান্তি সোম তাদের দাবি মেনে আসাম দর্শন প্রকল্পের আওতায় এই মণ্ডপ নির্মানের নাম নথিভুক্ত করেন গতকালের এই ভিত্তি প্রস্তর স্থাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী রানা চাষা, সমর চন্দ, সুজিত কালিন্দী, স্বরূপ তাঁতী,-জয়পুর-কামরাঙা পঞ্চায়েত সভানেত্রী চন্দ্র কলা সিংহ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পাপড়ি রানী দত্ত, জেলা পরিষদ সদস্য বিজয়ে তা মাহাতো প্রমুখ গন ।