DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

উদার বন্দ গ্রাম রক্ষী বাহিনীর সংবর্ধনা সভা

উদার বন্দ থেকে ইউসুফ আলী বড় ভূঁইয়া 26 শে জুলাই— গতকাল উদার বন্দ থানার গ্রাম রক্ষী বাহিনীর কনফারেন্স হলে নব নিযুক্ত কাছাড় জেলার গ্রাম রক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয় কান্তি দাস ও কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় কে উদার বন্দ থানা ভিত্তিক গ্রাম রক্ষী বাহিনীর তরফে সংবর্ধনা প্রদান করা হয় ।সভায় উপস্থিত গ্রাম রক্ষী বাহিনীর সভাপতি সহ অন্যান্য সদস্যরা নূতন কনফারেন্স হল নির্মানের জন্য দাবি জানান এছাড়া তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ।উপদেষ্টা তাদের দাবি যথাস্থানে তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন ।

গতকালের সভায় উপস্থিত ছিলেন উদার বন্দ থানার ওসি প্রদীপ হালৈ তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন গ্রাম রক্ষী বাহিনীর কর্তব্যের কথা , তিনি বলেন গ্রাম রক্ষী বাহিনীর দায়িত্ব যথেষ্ট , গ্রাম রক্ষী বাহিনী ও পুলিশ একযোগে কাজ করতে পারলে অ সামাজিক কাজে সফলতা আসবে ।তিনি আরও বলেন সরকার গ্রাম রক্ষী বাহিনীর  জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা করেছেন । সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন রজত চক্রবর্তী, বিজয় চন্দ, প্রবাল চন্দ প্রমুখ।