নিজস্ব সংবাদদাতা শিলচর 27 শে জুলাই– গতকালের অনভিপ্রেত ঘটনায় প্রাণ হারালেন ছয় পুলিশ কর্মী গুরুতর জখম হন পঁয়ষট্টি জন জওয়ান , তাদের খবর নিতে মূখ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ সকালে শিলচর পৌঁছন , তিনি সোজা চলে যান শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন পুলিশ কর্মী দের সাথে দেখা করে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কে নির্দেশ দেন এবং প্রয়োজনে তাদেরকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ সহ বাইরে পাঠানোর ব্যবস্থা করতে নির্দেশ দেন ।এরপর তিনি সোজা চলে আসেন পুলিশ সুপার কার্যালয়ে , সেখানে মৃত ছয় জোয়ানের প্রতি শ্রদ্ধা জানান ।
মূখ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসাম মিজোরাম সীমান্ত এলাকায় গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন ।তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন যে আসামের এক ইঞ্চি জমি মিজোরাম কে দিবেন না ।তিনি হুমকির সুরে বলেন যে আসাম পুলিশের উপর হামলা কোন মতে মেনে নিতে পারছেন না , তিনি মিজোরাম সরকারের কাছে জানতে চান সাধারণ মানুষের হাতে এই অত্যাধুনিক মারণাস্ত্র কি ভাবে চলে এলো , এব্যাপারে উচিত তদন্ত করা হবে ।মূখ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শিলচর আবর্ত ভবনে উচ্চপদস্থ কর্মকর্তা দের নিয়ে পরিস্থিতি সামাল দিতে আলোচনা করেন ।তিনি বলেন সীমান্ত এলাকায় কমান্ড বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দিবেন ।তিনি ছয় জোয়ানের পরিবার কে পঞ্চাশ লক্ষ টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তার সাথে পরিবারের একজন কে চাকরি প্রদান করা হবে , আহত জোয়ান দের প্রত্যেক কে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ।মূখ্য মন্ত্রীর আজকের এই সফর ইতিবাচক বলে মনে করছেন সচেতন মহল । আজকের এই সফর কালে মূখ্য মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী পীযূষ হাজা রিকা,ডিজি ভাস্কর জজ্যোতি মহন্ত ও অন্যান্য আধিকারিক গন ।