DIGITAL

November 26, 2023

APTCE 18538973148

উথাল প্রতিবাদ, মিজোরামের মূখ্য মন্ত্রীর কুশ পুতুল পোড়ানো হলো

ইমদাদ হোসেন লস্করের প্রতিবেদন 28 শে জুলাই– আজকের মতো তীব্র প্রতিবাদ ও  সর্বাত্মক শান্তি পূর্ণ বন্ধ বরাক উপত্যকা তে প্রথম পরিলক্ষিত হলো।মিজোরাম পুলিশ কতৃক আসাম পুলিশের ছয় জোয়ানের মৃত্যুর প্রতিবাদে  বি ডি এফ আহুত বন্ধের সমর্থনে গোটা বরাক উপত্যকার সাধারন মানুষ যে ভাবে শান্তি পূর্ণ সমর্থন জানিয়েছেন তাতে উপলব্ধি হলো এই হামলা সমগ্র আসাম বাসী র মনে দাগ কেটেছে ।মিজোরাম সরকারের প্রত্যক্ষ মদতে মিজো দুষ্কৃতীরা বিবদমান এলাকার মধ্যে ঢুকে পড়ে কর্তব্যরত পুলিশকর্মী দের উপর যে গুলি চালায় তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল । গতকাল জাতীয় পর্যায়ের টিভি চ্যানেলে মিজোরামের সাংসদ  যে ভাবে মন্তব্য করেছেন তা শুধু উগ্র জাতীয়তাবাদী মনের পরিচয় নয় সেটা সংবিধান বিরোধী মন্তব্য ।একজন সাংসদ হিসেবে তিনি বলেন মিজোরামের মাটিতে আজ ঢুকে পড়ায় মাত্র ছয় জন জওয়ানের প্রাণ গেছে ইচ্ছে করলে দুশো জোয়ানের প্রাণ কেড়ে নেওয়া যেত , আগামী দিনে পুনরায় মিজোরামের মাটিতে ঢুকলে আর ও প্রাণ যাবে , একধরনের হুমকি বললে অত্যুক্তি হবে না । এব্যাপারে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি হয় তা জানতে চেয়ে দাবি করেছেন রাজনৈতিক মহল ।

আজ শিলচরের মিজোরাম হাউসের সামনে তুমুল বিক্ষোভ দেখান বিভিন্ন দল সংগঠনের সদস্যরা , তারা মিজোরামের মূখ্য মন্ত্রীর কুশ পুতুল দাহ করে মিজোরাম সরকারের বিরুদ্ধে সোচ্চার হন ।এখানে উল্লেখ করা আবশ্যক আজ বিভিন্ন মহল থেকে বারবার দাবি উঠেছে অর্থ নৈতিক রাস্তা অবরোধ একমাত্র এই সমস্যা সমাধানের একমাত্র উপায় ।