DIGITAL

June 5, 2023

APTCE 18538973148

মিজো দুষ্কৃতীরা নয়, মিজোরাম পুলিশের গুলিতে নিহত হন ছয় জোয়ান ,

বিশেষ প্রতিবেদন 28 শে জুলাই শিলচর– বিগত দুই দশক ধরে আসাম মিজোরাম সীমান্ত  বিবাদ নিয়ে গণ্ডগোল শুরু হয়েছে, কিন্তু আসাম  সরকারের তরফে শুধু সহনশীল মনোভাব পোষণ করা হয়েছে ।ধীরে ধীরে মিজোরাম সরকারের প্রত্যক্ষ মদতে মিজো দুষ্কৃতীরা বিবদমান এলাকায় প্রবেশ করে অস্থায়ী ভাবে ঘর নির্মাণ সহ রাস্তা তৈরি করে আসছে, বিগত কংগ্রেস সরকারের আমলে হাইলা কান্দি জেলায় মিজোরাম পুলিশের মদতে মিজো দুষ্কৃতীরা ধানের ক্ষেতে চড়াও হয়ে স্থানীয় বাসিন্দা দের উপর হামলা চালায় তখনই যদি কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে সোমবারের মতো ঘটনা সংঘটিত হত না ।

সূত্রের মতে আপাত দৃষ্টিতে মিজো দুষ্কৃতী বলে যেটা প্রচার করা হচ্ছে আসলে তা নয় , মিজোরাম সরকারের  বন্দুক ধারী পুলিশ সেদিনের জন্য দায়ী বলে অভিযোগ উঠেছে ।সেদিন যখন বিবদমান এলাকায় আসাম পুলিশের দল যখন পৌঁছে তখন মিজোরাম পুলিশের বন্দুক ধারী দল পাহাড়ের উপর ছিলো, আর আমাদের পুলিশ বাহিনী নীচে ছিল, গোয়েন্দা তথ্য ছিল বলে মনে হয় না, নাহলে এধরনের নিষ্ঠুর ভাবে প্রাণ যেতো না আসাম পুলিশের জোয়ান দের । সেদিনের ঘটনা কে হালকা ভাবে সরকারের দেখা উচিত নয় , অবিলম্বে মিজোরাম সরকারের উপর চাপ সৃষ্টি করে মিজোরাম পুলিশের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি উঠেছে ।

আজকের বন্ধ  ডাকা সময়োপযোগী ও আসাম পুলিশের প্রতি অন্যায় করার বিরুদ্ধে মিজোরাম সরকারের প্রতি এক হুমকি ও বটে , আজ আসাম পুলিশের উপর হামলার প্রতিবাদে যেসব দল সংগঠন বন্ধ ডেকেছে সাধারণ মানুষ তাতে সায় দিলেন এমনটা পরিলক্ষিত হচ্ছে ।সবাই বলছেন মিজোরামে অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে হলে অনির্দিষ্ট কালের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হোক ।গতকাল আসামের লা চিত সেনা যেভাবে গর্জে উঠেছে তার প্রতি সমর্থন  জানিয়েছেন সমগ্র আসামের মানুষ , কঠোর ভাবে পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে দাবি জানান বিভিন্ন সংগঠনের সদস্যরা ।