DIGITAL

June 10, 2023

APTCE 18538973148

কালাইন আঞ্চলিক বন সং মণ্ডলের হা রাং কেয়ারি তে গুলা গুলি, চাঞ্চল্য ছড়িয়েছে

বিপ্লব কর চৌধুরীর প্রতিবেদন 29 শে জুলাই কাঠিগড়া– দীর্ঘ দেড় দশক পর আবার  বড়াইল পাহাড়ের পাদদেশে সন্দেহ ভাজন উগ্রবাদী দের আনাগোনা শুরু হয়েছে । সম্প্রতি কালাইন আঞ্চলিক বন সং মণ্ডলের অধীন হা রাং কো যারী সংলগ্ন খাসি পুঞ্জি গুলিতে  সেনা পোষাকে সজ্জিত একদল সশস্ত্র বাহিনী পুঞ্জি গুলিতে এসে অর্থ দাবি করে গেছে ।আতঙ্কিত হয়ে খাসি জনগন বি হাড়া পুলিশ ফাঁড়িতে এজাহার  ও দায়ের করেন ।

নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আজ দুপুর আনুমানিক একটার সময় কোয়া রি  থেকে পাথর নিয়ে আসার সময় AS 10c6929 ও As10AC855  নাম্বারের দুই ড্যাম পারে অপরিচিত সন্দেহ ভাজন উগ্রবাদী রা গুলি বর্ষণ করে  আটটি চাকা বায়ু শূন্য করে দেয় ।ভর দুপুরে গুলা গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন , মূহুর্তে এলাকায় এক অশান্ত পরিবেশের সৃষ্টি হয় ।এখানে উল্লেখ করা আবশ্যক বিগত  দেড় দশক আগে এই এলাকা উগ্র পন্থী দের বিচরণ ভূমি ছিল,  অনেক অপহরণের ঘটনা ও ঘটে ।বেশ কিছু দিন পরে আবার  এই এলাকায় তাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে , বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে স্থানীয় কিছু নেপালী ও ডিমাসা  দের  প্রশ্রয়ে এই সব সন্দেহ ভাজন বন্দুক ধারী দের আনাগোনা শুরু হয়েছে । আজকের এই ঘটনার পর বৃহত্তর গড়ের ভিতর জিপি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ।এব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় বাসিন্দারা ।