লক্ষীপুর থেকে অসীম রায় 2 রা আগস্ট– কাছাড় পুলিশের ড্রাগ স বিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে জিরি ঘাট থানার ওসি রানা কুমার নাথ শিলচর সদর থানার পুলিশ বাহিনী সহযোগে বাগ পুর দ্বিতীয় খণ্ডে অভিযান চালিয়ে বিশ হাজার ইয়া বা ট্যাবলেট বাজেয়াপ্ত করেন, এবং দুই পাচার কারী কে গ্রেফতার করেন ।
ধৃত দুই জনের নাম যথাক্রমে আকবর হোসেন লস্কর পিতা নুরুল ইসলাম লস্কর বাড়ি নেয়ার গ্রাম, অন্য জন আবদুল রহমান লস্কর পিতা মৃত নূর আহমেদ লস্কর বাড়ি বাগ পুর প্রথম খণ্ডে। পুলিশ সূত্রে জানা গেছে বাজেয়াপ্ত ট্যাবলেট গুলির বাজার মূল্য আনুমানিক বিশ লক্ষ টাকা হবে ।জিরি ঘাট পুলিশের এই সাফল্য নিয়ে সচেতন মানুষ খুশি ব্যক্ত করেছেন ।