DIGITAL

June 5, 2023

APTCE 18538973148

75 তম স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে লক্ষীপুর মহকুমা প্রশাসনের সভা

লক্ষীপুর থেকে অসীম রায় 4 আগষ্ট—– প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা সহকারে লক্ষীপুর মহকুমা প্রশাসনের তরফে স্বাধীনতা দিবস পালন করার উদ্দেশ্যে গতকাল মহকুমাশাসক আর লিয়েন্ থা ঙ এর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয় ।সভায় 75 তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান লক্ষীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়,  ঐ দিন ভোর বেলায় লক্ষীপুর তথ্য ও জনসংযোগ বিভাগের মাইক যোগে দেশাত্মবোধ  সংগীত  প্রচার করে দিবস টির শুভ সূচনা করা হবে ।সভায় বিভিন্ন প্রতিষ্ঠান গুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে সিদ্ধান্ত নেওয়া হয় ।

আজকের এই সভায় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার জয়  খৃষ্টা না, সার্কেল অফিসার জনা থ ন বাই পে, লক্ষীপরের বি ডি ও,  অবিনাশ পাল,  ওসি রাজেশ দাস, সমাজ সেবি সঞ্জয় ঠাকুর,  অধ্যাপক ডঃ শুভ জিত চক্রবর্তী, সমর্পণ ফাউন্ডেশনের সম্পাদক দেবাশিস রায় প্রমুখ ।