অসীম রায় লক্ষীপুর 5 ই আগস্ট– গতকাল পূর্ব উদার বন্দ এলাকার জয়পুর কাম রাঙা পঞ্চায়েত এলাকার জয়পুর নূতন বাজারে চতুর্দশ অর্থ কমিশনের 2019-20 বর্ষের 7 লক্ষ টাকার কমিউনিটি হলের শিলান্যাস করেন ঐ জিপির পঞ্চায়েত সভানেত্রী চন্দ্র কলা সিংহ।
দীর্ঘদিন ধরেই এই বাজার এলাকায় একটি কমিউনিটি হল নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়ে আসছিলেন, কারন এখানে কমিউনিটি হল না থাকায় বাজারে আসা মানুষের বিরাট অসুবিধা হয় ।তাই তাদের দীর্ঘদিনের দাবি মেনে চতুর্দশ অর্থ কমিশনে এই কমিউনিটি হল নির্মানের জন্য নাম প্রস্তাব করেন ।গতকালেরাতে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ চক্রবর্তী, সহ সভাপতি প্রদীপ সিং ছত্রি, ওয়ার্ড মেম্বার বিবেকানন্দ রায়, সীমা সাহা, সমাজ সেবি হেমন্ত সিংহ, নরেন্দ্র নায়েক, লে দিয়া ছড়া বাগান পঞ্চায়েত সভাপতি বিশ্ব কেতু মাঝি, বালা ধন বাগান পঞ্চায়েত সভাপতি