DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

লক্ষীপুর পুলিশের ড্রাগ স বিরোধী অভিযান অব্যাহত, জব্দ 51 কেজি গাঁজা

অসীম রায়ের প্রতিবেদন 5 ই আগস্ট লক্ষীপুর— আবারো আজ লক্ষীপুর পুলিশ বিরাট সাফল্য পেয়েছে, লক্ষীপুর মহকুমা পুলিশ প্রধান কে, পি, ভট্টাচার্য আজ লক্ষীপুর পুলিশের এক দল নিয়ে আচমকা দিল খুশ এলাকায় ভোর পাঁচটা নাগাদ এক অভিযান চালিয়ে মোট একান্ন কেজি গাঁজা দুটো অটো গাড়ি থেকে জব্দ করেন এবং দুই জন কে গ্রেফতার করে লক্ষীপুর থানায় নিয়ে আসেন ।

ধৃতদের মধ্যে একজনের নাম প্রসেনজিৎ দাস ওরফে মনি বয়স 32 ঠিকানা আমড়া ঘাট,  অন্য জনের নাম তপু দাস ওরফে রাজু বয়স 22 ঠিকানা ছোট জালেঙ্গা ।লক্ষীপুর থানার ওসি রাজেশ দাস ও তদন্ত কারি অফিসার মনির উদ্দিন লস্কর ধৃতদের জোর জিজ্ঞাসা বাদ চালিয়ে যাচ্ছেন ।পুলিশ সূত্রে জানা গেছে এই জব্দ কৃত গাঁজার বাজার মূল্য আট লক্ষ টাকা হবে ।এখানে উল্লেখ করা আবশ্যক এই কদিন আগেই বিশাল পরিমাণ গাঁজা সহ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে ।পুলিশের এই সাফল্য নিয়ে গোটা মহকুমা জুড়ে আলোচনা চলছে ।