DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

তথ্য জানার অধিকার আইন প্রহসনে পরিণত হয়েছে— অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা 9 ই আগস্ট শিলচর– পূর্বতন সরকারের আমলে যখনই তথ্য জানার অধিকার আইনে তথ্য চাওয়া হতো তখনই পাওয়া যেতো, পরবর্তীতে অবশ্য একটু ঢিলে ভাব পরিলক্ষিত হয়েছে ।সাধারণ মানুষ ভেবেছিলেন এবারের সরকার বোধহয়  এই আইন কে কঠোর ভাবে মেনে তথ্য প্রদান করবে , কিন্তু বাস্তবে তার বিপরীত চলছে এমনটাই অভিযোগ করেছেন আর, টি, আই কর্মীরা । এই প্রতিবেদকের কাছে কোন রাখ ডাক ছাড়া বললেন যে, পূর্বতন কংগ্রেস সরকারের আমলেও এই ধরনের দূর্নীতি সংঘটিত হয় নাই , বর্তমানে যে ভাবে দূর্নীতি চলছে ।

যেহেতু তথ্য জানার অধিকার আইনে সরকার তথ্য সরবরাহ করতে বাধ্য সেখানে বর্তমান সরকারের আমলে কোন বিভাগ তথ্য সরবরাহ করতে চায়না । এমনকি মূখ্য মন্ত্রী, বিভাগীয় মন্ত্রী তথা জেলা শাসক পর্যন্ত তথ্য সরবরাহ করার ব্যাপারটা নিয়ে কোন পদক্ষেপ নিতে চান না , এমনটা বললেন যারা আবেদন করেছেন ।তাদের মতে দুই বারের বিজেপি সরকার মুখে  দেবো না আর নেবো না বললে ও কার্যত লেন দেন না ছাড়া কোন কাজ হয় না , বিশেষ করে গ্রাম উন্নয়ন বিভাগ ও , পূর্ত বিভাগে বেশি করে তথ্য জানতে আবেদন করা হয়ে থাকে , কিন্তু এই বিভাগের তরফে তথ্য সরবরাহ করা হয় না বলে বিস্তর অভিযোগ উঠেছে ।অনেকেই বলছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই তথ্য জানার অধিকার আইন কে কার্যত প্রহসনে পরিণত করে ফেলেছে ।এই আইন কে সুষ্ঠু ভাবে বাস্তবায়ন করতে সরকারের কাছে দাবি জানান আর, টি, আই, কর্মীরা ।