DIGITAL

June 10, 2023

APTCE 18538973148

নভেম্বর পর্যন্ত বিনামূল্যে চাউল- ঘোষণা খাদ্য মন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা শিলচর 15 ই আগস্ট—–আসাম সরকার করোনা বিধি নিষেধ আরোপ করায় দারিদ্র সীমার নীচে থাকা মানুষের সুবিধার জন্য মাসে খাদ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে একবার ও প্রধান মন্ত্রীর অন্ন যোজনা প্রকল্পের অধীনে আরেক বার মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে চাউল দিয়ে আসছেন , আগামী দীপাবলি পর্যন্ত এই চাউল সরবরাহ করা হবে বলে খাদ্য ও অসামরিক যোগান মন্ত্রী জানিয়েছেন ।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের দূর্নীতি মাথা ঝাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল ।বরাক উপত্যকার বিভিন্ন সমবায় সমিতিতে প্রধান মন্ত্রী অন্ন যোজনার চাউল নিয়ে ব্যাপক কেলেঙ্কারি সংঘটিত হচ্ছে । এখানে বরাদ্দকৃত পাঁচ কেজি চাউল থেকে তিন কেজি কেটে নেওয়া হচ্ছে তাও কাগজে কলমে। এরকম অভিযোগ করেছেন গ্রাহক গন ।তাদের অভিযোগ সমবায় সমিতি কতৃপক্ষ বলছেন  খাদ্য নিগম কর্তৃপক্ষ চাউল কর্তন করেছেন তাই আমরা তিন কেজি কম দিচ্ছি ।বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার সমবায় সমিতি প্রথম দুই মাস সরকারের নির্দেশ মতো চাউল প্রদান করেছে,  এরপর শুরু হয়েছে কেলেঙ্কারি,  সংবাদে প্রকাশ অনেক সমবায় সমিতি মাসে একবার ও দিয়েছে , পরের মাসে তিন কেজি কেটে একসাথে সাত কেজি দিয়ে কর্তব্য পালন করেছে তাও খাদ্য সুরক্ষা বহিতে লিখে । এখন প্রশ্ন উঠেছে এই তিন কেজি চাউল কেন কর্তন করা হয়েছে বা হচ্ছে তা নিয়ে যেমন জনপ্রতি নিধি গন তেমনি জেলা প্রশাসন নির্বিকার কেন?  তাহলেই কি সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে এই কেলেঙ্কারি তে?  অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে তথ্য জানার অধিকার আইনে তথ্য চাওয়া হবে বলে মত প্রকাশ করেছেন সচেতন নাগরিক গন , অন্যথায় যেহেতু প্রমান আছে তাই গ্রাহক সুরক্ষা আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন এক সামাজিক সংগঠনের সদস্যরা ।