নিজস্ব সংবাদ দাতা লক্ষীপুর 16 ই আগস্ট—-গতকাল যথাযোগ্য মর্যাদা সহকারে 75 তম স্বাধীনতা দিবস পালন করলো লক্ষীপুর প্রেস ক্লাব ।সকাল পৌনে আটটায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের সভাপতি অমর দাস ।পতাকা উত্তোলনের পর এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষীপুর প্রেস ক্লাবের সহ সভাপতি কবীর আহমেদ লস্কর, এবং চন্দ্র নারায়ণ সিংহ ।
এই অনুষ্ঠানে অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীপুর প্রেস ক্লাবের সম্পাদক পুলক দাস, সহ নৈতিক শীল, সাদাত আলী, দীপিকা মল্লিক, অসীম রায় , প্রমুখ ।