DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

বরাকের দিদি সুস্মিতা কে উষ্ণ অভ্যর্থনা জানালেন সমর্থকেরা, বিমান বন্দরে শত শত সমর্থক

নিজস্ব সংবাদ দাতা 19 শে আগস্ট— বরাকের দিদি কে উষ্ণ অভ্যর্থনা জানাতে আজ শিলচর কুম্ভীর গ্রাম বিমান বন্দরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শিলচর লোকসভা কেন্দ্রের সুস্মিতা অনুগামীরা উপস্থিত হলে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান কারী সুস্মিতা আবেগে ভেসে যেতে লক্ষ্য করা গেছে ।ফুলের মালা ও উত্তরীয় দিয়ে বরন করে বিশাল যান মিছিল শিলচরের উদ্দেশ্যে রওনা দেয় , রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ  ও হাত নাড়িয়ে স্বাগতম জানান।

এরপর যান মিছিল শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় ক্লাবের সামনে এসে দাঁড়ায়, সেখানে সুস্মিতা সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন , আজকের এই সমাবেশের বিরাট অংশ দখল করতে দেখা গেছে পুরোনো সেই সব সমর্থকদের যারা পূর্ব থেকে তাঁকে বেষ্টিত করে রাখতেন ।এদিকে বেশ কিছু সংখ্যালঘু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে , এক কথায় বরাক উপত্যকা তে তৃণমূলের একটা  শক্ত ভিত তৈরি যে হবে সেটা বলার অপেক্ষা রাখে না ।