লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন 21 শে আগস্ট— গতকাল শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এবং লক্ষীপুর রামকৃষ্ণ সেবা সংঘের সহযোগিতায় চুরানব্বই জন দুঃস্থ মানুষের হাতে মশারী বন্টন করা হয় ।শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠ নন্দ জী এই মশারী অসহায় মানুষের হাতে তুলে দেন , সাথে উপস্থিত ছিলেন সেবক নীহা ল মহারাজ ।
লক্ষীপুর রামকৃষ্ণ মিশন সেবা সংঘের তরফে উপস্থিত ছিলেন সভাপতি মৃগেন্দ্র চন্দ্র রায়, সম্পাদক অমিতাভ রায় প্রাক্তন সভাপতি সুকান্ত দে, সহ অজিত দাস, কার্তিক রায়, মৃণাল কান্তি দে, শিবানী শর্মা মজুমদার, ঝর্ণা রায় চৌধুরী, মালা রায়, অম্বিকা দাস প্রমুখ । মশারি বন্টন অনুষ্ঠান রামকৃষ্ণ মিশনের এক বাৎসরিক কার্য সূচী, এই ধরনের অনুষ্ঠান সমগ্র বরাক উপত্যকা তে চলে আসছে দীর্ঘদিন ধরেই ।