DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

লক্ষ লক্ষ মানুষ আধার কার্ড থেকে বঞ্চিত, জন প্রতিনিধি গন নীরব

নিজস্ব সংবাদ দাতা 22 শে আগস্ট শিলচর—- সাধারণ মানুষের বঞ্চনা কবে যে ঘুচবে তা কেউ বলতে পারছেন না  । সরকার প্রতিটি সুযোগ সুবিধার জন্য আধার কার্ড বাধ্যতা মূলক করায় সাধারণ মানুষ যারা এন,  আর , সি কেন্দ্রে গিয়ে হাতের ছাপ দিয়েছেন তারা বর্তমানে বিপাকে পড়েছেন, রেশন কার্ড, সহ প্রধান মন্ত্রী আবাস গৃহ পেতে আধার কার্ড বাধ্যতা মূলক করায় তারা সেই সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ।হন্যে হয়ে ঘুরছেন আধার সেবা কেন্দ্র  গুলিতে , একটা কথা বলা হচ্ছে কেন্দ্র সরকার যেদিন ছাড় দিবে সেদিন আধার কার্ড হবে ।

এক বিশেষ সূত্রে জানা গেছে সমগ্র রাজ্যে আনুমানিক আটাশ লক্ষ মানুষ আধার কার্ড করতে পারছেন না । সার্কেল অফিস থেকে জেলা শাসকের অফিসে দৌড় ঝাঁপ করে কোন কিনারা করা যাচ্ছেনা বলে অভিযোগ করেছেন বঞ্চিত জনসাধারণ ।এব্যাপারে কেউ সঠিকভাবে কিছু বলতে পারছেন না , ফলে নিরাশ হয়ে বসে আছেন সাধারণ মানুষ । কিন্তু এব্যাপারে সাংসদ বিধায়ক সহ পঞ্চায়েত স্তরের জন্ প্রতিনিধি গন সাহায্য করতে এগিয়ে আসছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জনগন । তাহলে কি এই গেরো তে আটকে গিয়ে দারিদ্র সীমার নীচে থাকা  মানুষ তাদের সুবিধা থেকে বঞ্চিত হবেন?   এভাবেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে ।