অসীম রায় লক্ষীপুর 26 শে আগস্ট—-বিগত দুই বছর যাবৎ করোনা বিধি নিষেধ আরোপ করায় লক্ষীপুর মহকুমার টেন্ঠ হাউস মালিক গন বিপাকে পড়েছেন, বড় ধরনের অনুষ্ঠান করা যাচ্ছে না ফলে মালিক গন আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে গেছেন , অন্যদিকে এই ব্যবসার সঙ্গে জড়িত দিন মজুর গন ও রোজগার হারিয়ে বসে আছেন । আজ লক্ষীপুর মহকুমার টেন্ঠ হাউস সংস্থার এক প্রতিনিধি দল বিধায়ক কৌশিক রাই মহাশয়ে র কাছে এক স্মারকলিপি প্রদান করেন ।বিধায়ক মহাশয় তাদের কে মূখ্য মন্ত্রীর সাথে এই ব্যাপারে আলোচনা করবেন বলে আশ্বাস দেন ।
আজকের স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি পুলক দাস, সহ সভাপতি অসিত দাস, সম্পাদক তপন দেব সহ নবেন্দু রায়, অজিত দে, পিন্টু সেন, জগদীশ গোয়ালা, বিমল চাষা সুশান্ত পাল , বিবেকানন্দ পাল প্রমুখ ।