DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

শিলচর কালা ইন সড়কে নৈশ ডাকাত দের উৎপাত শুরু হয়েছে, অভিযোগ চালকদের

নিজস্ব সংবাদ দাতা কাঠি গড়া 28 শে আগস্ট—– দীর্ঘদিন পর আবার নতুন করে নৈশ ডাকাত দের উৎপাত শুরু হয়েছে  শিলচর কালা ইন সড়কে । গত এক সপ্তাহে তাদের উপস্থিতি টের পেয়েছেন ঐ সড়কে চলাচল কারি গাড়ি চালক গন ।দুই তিনটি গাড়ি আটকে ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।গভীর রাতে রাস্তায় থাকা সেতু গুলিতে চেইন লাগিয়ে আগের মতো কায়দায় লরি থামানো হয় ।

এই প্রতিবেদকের কাছে স্থানীয়রা বলেছেন মোহন পুর থেকে রেল গেইট সংলগ্ন রাস্তায় তাদের অবাধ বিচরণ , তাদের অভিযোগ গত কয়েকদিন ধরে গভীর রাতে রাস্তায় চিৎকার শুনা গেছে , এখানে উল্লেখ করা আবশ্যক , বছর খানেক আগে পুলিশ প্রশাসনের কঠোর ব্যবস্থার জন্য নৈশ ডাকাতি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল , বর্তমানে আগের মতো পুলিশের টহলদারি না থাকায় আবার তারা মাথা  তুলতে সক্ষম হয়েছে । এব্যাপারে গাড়ি চালক গন কাঠি গড়া পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন ।