নিজস্ব সংবাদ দাতা কাঠি গড়া 28 শে আগস্ট—– দীর্ঘদিন পর আবার নতুন করে নৈশ ডাকাত দের উৎপাত শুরু হয়েছে শিলচর কালা ইন সড়কে । গত এক সপ্তাহে তাদের উপস্থিতি টের পেয়েছেন ঐ সড়কে চলাচল কারি গাড়ি চালক গন ।দুই তিনটি গাড়ি আটকে ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।গভীর রাতে রাস্তায় থাকা সেতু গুলিতে চেইন লাগিয়ে আগের মতো কায়দায় লরি থামানো হয় ।
এই প্রতিবেদকের কাছে স্থানীয়রা বলেছেন মোহন পুর থেকে রেল গেইট সংলগ্ন রাস্তায় তাদের অবাধ বিচরণ , তাদের অভিযোগ গত কয়েকদিন ধরে গভীর রাতে রাস্তায় চিৎকার শুনা গেছে , এখানে উল্লেখ করা আবশ্যক , বছর খানেক আগে পুলিশ প্রশাসনের কঠোর ব্যবস্থার জন্য নৈশ ডাকাতি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল , বর্তমানে আগের মতো পুলিশের টহলদারি না থাকায় আবার তারা মাথা তুলতে সক্ষম হয়েছে । এব্যাপারে গাড়ি চালক গন কাঠি গড়া পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন ।