অসীম রায় 28 শে আগস্ট লক্ষীপুর —- লক্ষীপুর শিশু উন্নয়ন প্রকল্পের 25 নং বাহাদূর পুর অঙ্গনবাদী কেন্দ্র কে মডেল কেন্দ্র হিসেবে আসাম সরকার ঘোষণা করেন । আজ এই কেন্দ্রে মোট পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নূতন ভবন নির্মাণের শিলান্যাস করেন লক্ষীপরের মাননীয় বিধায়ক কৌশিক রাই।
আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রাই , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা জনজাতি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সঞ্জয় ঠাকুর, লক্ষীপুর বিজেপি মণ্ডলের সম্পাদক গুঞ্জন কর সহ বিভাগীয় আধিকারিক গন ।