DIGITAL

June 5, 2023

APTCE 18538973148

মারিয়া বেগম চৌধুরীর বাড়িতে আহমদ সয়ীদ , বললেন মারিয়া বেগম আসামের গর্ব

লক্ষীপুর থেকে অসীম রায় 30 শে আগস্ট– লক্ষীপুর মহকুমার শিব পুরের বাসিন্দা আবদুল হালিম চৌধুরীর কন্যা মারিয়া বেগম চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর Fiying Officer হিসেবে নিযুক্তি পাওয়ায় গতকাল বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ পীর মৌলানা আহমদ সয়ীদ সাহেব মারিয়া বেগমের বাড়িতে যান ।

তিনি মারিয়া বেগমের এই সাফল্যে খুশি ব্যক্ত করেন এবং মারিয়া ও তাঁর পিতাকে সংবর্ধনা প্রদান করে মারিয়া বেগমের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন ।তিনি বলেন মারিয়া আসামের গৌরব , তিনি ছাত্র ছাত্রীদের কে আহবান জানান মারিয়া বেগম কে অনুসরণ করতে ।মৌলানা সাহেবের সাথে উপস্থিত ছিলেন মৌলানা ইসমাইল  কা সেমি  সাহেব ।তিনি ও মারিয়া বেগমের উজ্জ্বল ভবিষ্যত কামনা কর