DIGITAL

September 23, 2023

APTCE 18538973148

শৃঙ্খল চলিহার বিদ্বেষ মূলক বক্তব্য নিয়ে সরব হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠন

বিশেষ প্রতিবেদন 29 শে আগস্ট শিলচর– শৃঙ্খল চলিহা র বক্তব্য বীর লা চিতের আদর্শের পরিপন্থী বলে মনে করছেন অনা অসমীয়া জনগন । লা চিত সেনার নাম ভাঙিয়ে শৃঙ্খল চলিহা নিজেকে সংবাদ শিরোনামে আনতে যে ভাবে সেদিন শিব সাগরে বিদ্বেষ মূলক আচরন করেছেন সেটা অসমীয়া সংস্কৃতিকে কলঙ্কিত করার নামান্তর । তিনি প্রকাশ্যে যে ভাবে অনা অসমীয়া দের কে হুমকি দিয়েছেন তা নিয়ে বরাক উপত্যকার বি ডি এফ সংগঠন শিলচরের সদর থানায় মামলা দায়ের করেছে এবং অন্যান্য সংগঠন ও গর্জে উঠেছে ।

এদিকে অসমীয়া সমাজের পক্ষ থেকেও প্রতিবাদ করতে শুনা গেছে , শৃঙ্খল চলিহা র বক্তব্যে যে ভাবে বিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে তা থেকে যদি  আসামের বাইরে কর্মরত অসমীয়া দের  উপর যদি অবাঞ্ছিত ঘটনা ঘটে তাহলে দায়ী কে হবেন ? এভাবে প্রশ্ন উঠেছে । এদিকে বাংলা ভাষী সম্পর্কে  অনেক বড় বড় কথা বলে শৃঙ্খল চলিহা নিজেকে ডন মনে করছেন , কিন্তু  আসামের অসমীয়া দের গৌরব গোপীনাথ বর দলৈ র নাম পরিবর্তন করে আদানী বিমানবন্দর করা হয়েছে সে ব্যাপারে মুখ  খোলার সাহস আছে  কি?  এধরনের  বিদ্বেষ মূলক বক্তব্য অদূর ভবিষ্যতে বৃহত্তম অসমীয়া সমাজ গঠনের জন্য এক অশনি সংকেত বলে মনে হচ্ছে ।অবিলম্বে শৃঙ্খল চলিহা র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় মূখ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।