নিজস্ব সংবাদ দাতা লক্ষীপুর 31 শে আগস্ট—- অবশেষে স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারে হাত দিলেন । সূত্রের মতে লক্ষীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের স মিল রাস্তা বিগত এক দশক ধরে সংস্কারের অভাবে ধুঁকছে, বারবার জনপ্রতি গনের দ্বারস্থ হয়ে কোন সুরাহা হয়নি।বর্তমানের এই রাস্তার করুন ছবি সভ্য সমাজের কাছে এক কলঙ্ক বলে মনে হচ্ছে ।এই ক দিনের ধারা সার বৃষ্টি এই রাস্তার অবস্থা আরও বেহাল করেছে।জনগণের চলাচলের অযোগ্য হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছেন ।
এখানে উল্লেখ করা আবশ্যক, এই রাস্তার উপর দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করেন, এই রাস্তার পাশে বিদ্যালয় সহ গির্জা ঘর অবস্থিত । স্থানীয় বাসিন্দারা জানান এবার আমাদের বিধায়ক যদি আমাদের সুবিধার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবেন । এব্যাপারে আজ তারা বিধায়ক কৌশিক রাই মহাশয়ের সাথে