লক্ষীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন 5 ই সেপ্টেম্বর—সারা দেশের সাথে সঙ্গতি রেখে আজ আই, আর, টি, সি, কম্পিউটার এডুকেশন ফুলের তল যথাযথ সম্মান প্রদর্শন করেন শিক্ষক দিবস পালন করে। বিশিষ্ট শিক্ষাবিদ দুর্গা কান্ত পাণ্ডে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ।উপস্থিত সবাই ডঃ সর্ব পল্লী রাধা কৃষ্ণ নের প্রতিকৃতি তে মাল্য দান করেন । ছাত্র ছাত্রীরা সঙ্গীত পরিবেশন ও করেন। এরপর এক সভার আয়োজন করা হয়, সভায় আজকের দিনের উদ্দেশ্য ব্যাখা করেন কম্পিউটার এডুকেশন কেন্দ্রের অধ্যক্ষ অসীম পাল ।
সভার শেষে মোট এগারো জন অবসর প্রাপ্ত শিক্ষক কে সংবর্ধিত করে মান পত্র প্রদান করা হয় । সংবর্ধিত শিক্ষক গন হলেন আই, বিনোদ সিংহ, দুর্গা কান্ত পাণ্ডে, দ্বীপেন্দ্র চন্দ্র দাস, শ্যাম কুমার ঠাকুর, ত্রিদিবেশ দাস, শ্রীধর পাণ্ডে, রিয়াজ উদ্দীন চৌধুরী, জগবন্ধু দাস, শঙ্কর আচার্য ও মনি মোহন সিংহ ও রাখাল চন্দ্র দাস ।