নিজস্ব সংবাদ দাতা বি হাড়া 6 ই সেপ্টেম্বর— গতকাল বি হাড়া দেশবন্ধু বিদ্যা নিকেতনে যথা যোগ্য মর্যাদা সহকারে শিক্ষক দিবস পালন করা হয়।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দেশবন্ধু বিদ্যা নিকেতনের অধ্যক্ষ অশোক দেব রায় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিদ্যা নিকেতনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা সহ দেশবন্ধু ক্লাবের সদস্যরা । অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে অশোক দেব রায় , রবীন্দ্র নারায়ণ আচার্য, প্রদীপ গোস্বামী, কামনা দেবী, বিপ্লব কর চৌধুরী, জয়ন্ত চৌধুরী, মোহন লাল চৌধুরী প্রমুখ ।
গতকালের এই মহান দিবসে চারজন অবসর প্রাপ্ত শিক্ষক কে সংবর্ধনা দেওয়া হয় ।যাদেরকে সংবর্ধিত করা হয়েছে তারা হলেন অশোক দেব রায়, কামনা দেবী, বিমল চন্দ্র দে এবং সাই দুর রহমান বড় ভূঁইয়া ।