করিম গঞ্জ থেকে সৌগত নাথ 6 ই সেপ্টেম্বর—-সীমান্ত শহর করিম গঞ্জ ছিনতাইকারী দের বিচরণ ভূমিতে পরিণত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল ।আজ করিম গঞ্জ নীলমণি উচ্চতর মাধ্যমিক স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী হেনা মালাকার ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা তুলে বাড়ি যাওয়ার পথে চার ছিনতাই বাজ আচমকা তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।ভদ্রমহিলার ভাষ্য মতে বাজার ব্রাঞ্চের সামনে ঘটনা সংঘটিত হয়েছে ।
দিন দুপুরে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে কিন্তু ছিনতাই কারী দের বিরুদ্ধে পুলিশের কোন হেলদোল নেই , আজকের এই ঘটনায় করিম গঞ্জ বাসী পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এব্যাপারে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।