নিজস্ব সংবাদ দাতা 6 ই সেপ্টেম্বর শিলচর—- বড় খলা বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক মিস বাহুল্ ইসলাম লস্কর মহাশয় যখন কংগ্রেস সরকারের আমলে মন্ত্রী পদে আসীন ছিলেন তখন হাতি ছড়া বাগান এলাকার জনগণের পানীয় জলের সমস্যা মেটাতে এই জল সরবরাহ প্রকল্পের ব্যবস্থা করেন ।সেই সময় থেকে এই প্রকল্পের জলের উপযুক্ত উৎস ছিল না, অস্বাস্থ্য কর নালা থেকে জল তুলে জল সরবরাহ করার জন্য বাগানের শ্রমিক গন সেই জল ব্যবহার করতেন না ।
আজ এই প্রতিবেদকের কাছে এই এলাকার বাসিন্দা প্রদীপ নায়েক, মনোজ রায়, দেবু গোয়ালা, বিপুল মুণ্ডা, ও প্রাক্তন হাতি ছড়া পঞ্চায়েত সভাপতি স্বপন শুক্ল বৈদ্য বলেন আমরা জানতে পেরেছি যে আমাদের এই জল সরবরাহ প্রকল্পের কাজ প্রধান মন্ত্রী জল জীবন প্রকল্পের অধীনে চলছে । কত টাকার প্রকল্প ব্যয়ে কাজ শুরু হয়েছে সে ব্যাপারে কোনও তথ্য তাদের কাছে নেই , সর্বোপরি কোন ফলক লাগানো হয় নি, এদিকে পাইপলাইনের কাজ সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে সরকার এই প্রকল্পের কাজ শুরু করেছেন তার জলের উৎস কোথায় , তিন কিলোমিটার দূর থেকে পাইপলাইন যোগে জল এনে এই বৃহত্তর এলাকায় জল সরবরাহ অসম্ভব বলে মনে করছেন তারা । তাদের মতে যদি অন্যান্য প্রকল্পের মতো নীচ থেকে জল তুলে সরবরাহ করা হয় তাহলে স্বাস্থ্য কর হবে , অন্যথায় এই প্রকল্প থেকে স্থানীয় বাসিন্দারা বঞ্চিত হবেন । তাদের আরও অভিযোগ এই প্রকল্পের কাজ মেরামতির সদৃশ করা হচ্ছে , ফটো তে যাদের দেখা যাচ্ছে তারাই ঠিকাদারের শ্রমিক এবং এই প্রকল্পের কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা । কে ঠিকাদার আজ পর্যন্ত স্থানীয়রা চোখে দেখেন নি ।সূত্রের দাবি ইতিমধ্যেই এই প্রকল্পের উদ্বোধন করা হবে ,প্রাক্তন পঞ্চায়েত সভাপতি স্বপনবাবু ও বাগানের শ্রমিক গন বলেন যে আমরা উদ্বোধন করতে বাধা প্রদান করবো । এব্যাপারে বর্তমান বিধায়ক তথা কাছাড় জেলার জেলাশাসক কে স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন ।তারা জন স্বাস্থ্য কারিগরি বিভাগের গাফিলতির অভিযোগ তুলে মূখ্য মন্ত্রী কাছে একটি স্মারকলিপি প্রেরন করার সিদ্ধান্ত নিয়েছেন ।