DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

ওম প্রকাশ মিশ্র কে বিদায় সংবর্ধনা দিলেন কালা বিল প্রাথমিক বিদ্যালয়ে

অসীম রায় লক্ষীপুর 7 ই সেপ্টেম্বর— লক্ষীপুর মহকুমার রাজা বাজার শিক্ষা খণ্ডের নারা ইন পুর প্রাথমিক বিদ্যালয়ে র প্রতিষ্ঠা তা শিক্ষক ওম প্রকাশ সিংহ অবসর গ্রহণ করেন । আজ তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গৌতম রুদ্র পাল , তারপর এক সভা অনুষ্ঠিত হয় । সভায় এই কৃতি শিক্ষকের কর্ম জীবনের উপর বক্তব্য রাখেন সুরেশ গোয়ালা, সু ধন্  লাল কৈরী , গৌতম রুদ্র পাল, জয় প্রকাশ মিশ্র, চন্দ্র মোহন রাজ বংশী প্রমুখ ।