বিশেষ প্রতিবেদন 8 ই সেপ্টেম্বর শিলচর—– আসামের মূখ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভূমি সংক্রান্ত বিষয়ে নূতন পরিকল্পনা ঘোষণা করেছেন ।গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন আসাম রাজ্যের প্রতিটি রাজস্ব চক্রে দীর্ঘদিন ধরে জমা বন্দি খাতায় ভূমির মালিকের মৃত্যুর পর ও তার ছেলে মেয়ের নামে নাম পরিবর্তন করা হয় নাই, ফলে তাদের বিরাট অসুবিধা হচ্ছে, অন্য দিকে দীর্ঘদিন ধরেই এক সনা পাট্টা কে মেয়াদী করা হচ্ছে না , এজ মালি পাট্টা কে ভাগ করে দেওয়া হচ্ছে না , ভূমি হীন দের পাট্টা দেওয়া নিয়ে খেলি মেলি চলছে , এসব সমস্যা নিরসনে মাননীয় মূখ্য মন্ত্রী বসুন্ধরা নামে এক কার্য সূচি হাতে নিয়েছেন ।তিনি বলেন আগামী 2 রা অক্টোবর বসুন্ধরা নামক কার্য সূচী ওয়েব সাইটে খোলা হবে এবং সরাসরি রাজস্ব চক্র কার্যালয়ে গিয়ে ও এই সব সমস্যার সমাধান করতে পারবেন বলে তিনি জানিয়েছেন ।
মূখ্য মন্ত্রীর এই ব্যতিক্রমী পদক্ষেপের ফলে সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিষয়ে হিমসিম খাচ্ছেন তারা এখন পরিত্রাণ পাবেন বলে মনে করা হচ্ছে ।এদিকে মূখ্য মন্ত্রী সেদিন রাজ্যের চক্র বিষয়া দের সম্মেলনে একরকম সাবধান করে বলে দিয়েছেন য়ে এখন থেকে রাজস্ব চক্র কার্যালয়ে দালাল দের অবাধ বিচরণ বন্ধ করতে হবে অভিযোগ পেলে শাস্তির খাড়া নেমে আসবে ।জমি বেচা কেনা বিষয়ে আটকে থাকা ফাইল যে গুলো তে কোন অভিযোগ নেই সে গুলোর কাজ ত্বরান্বিত করতে কঠোর নির্দেশ দেন ।ভূমি হীন দের পাট্টা দেওয়ার কাজ শীঘ্র শেষ করতে চক্র বিষয়া দের নির্দেশ দেন ।