নিজস্ব প্রতিনিধি গুয়াহাটি 9 ই সেপ্টেম্বর—- দীর্ঘ ষোলো বছর পর এবারের সরকার আসাম চুক্তি রূপায়ণে উদ্দ্যোগী হতে দেখে আসু সন্তোষ প্রকাশ করেছে ।বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে আসাম চুক্তি রূপায়ণে সচেষ্ট হবেন বলে কথা দিয়েছিলেন বিজেপির নেতারা , ফলে CAA কে ঝেড়ে ফেলে বিজেপিকে ভোট দিয়ে সরকার গড়ার সুযোগ দিয়েছেন, এখন তো রূপায়ণ করতে হবে
সেই অনুযায়ী গত মঙ্গলবার বার আসাম সরকার ও আসুর এক যৌথ সভা অনুষ্ঠিত হয় ।সেই সভায় আসুর মূখ্য উপদেষ্টা ডঃ সমুজ্জ্বল ভট্টাচার্য মূখ্য মন্ত্রীর প্রশংসা করে বলেন য়ে ষোল বছর পর এই সরকারের চুক্তি রূপায়ণ মন্ত্রী প্রথম শহীদ ভবনে গিয়ে শহীদের শ্রদ্ধা জানান , এরপর মাননীয় মূখ্য মন্ত্রী ডঃ হেমন্ত বিশ্ব শর্মা যে ভাবে এই চুক্তি রূপায়ণ করতে উদ্যোগী হয়েছেন তা পূর্বতন কোন সরকার করেনি ।সভায় আট সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কমিটিতে কেবিনে ট মন্ত্রী সহ আসুর সদস্য গন থাকবেন ।আগামী তিন মাসের মধ্যে আসাম চুক্তির 6,7,9 নং ধারা রূপায়ণ কল্পে রূপ রেখা তৈরি করে সরকারের কাছে জমা দিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এখানে উল্লেখ করা আবশ্যক , আসাম চুক্তির এই দফা গুলি কার্যকর করা হলে এন, আর , সি এর দরকার নেই বলে সচেতন মহল মনে করছেন ।