DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

বিধায়ক কৌশিক রাই র ব্যতিক্রমী পদক্ষেপ ” প্রজ্ঞা যোজনা”

অসীম রায়ের প্রতিবেদন 10 ই সেপ্টেম্বর লক্ষীপুর—–লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই তাঁর সমষ্টি কে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর । সেই অনুযায়ী বেকার যুবক যুবতী দের বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি সম্পূর্ণ ব্যাক্তিগত ভাবে নিজের মাসিক বেতনের অর্থ ব্যয়ে আজ লক্ষীপুর ফুলের তল বহুমুখী ভবনে প্রজ্ঞা যোজনা নামে একটি প্রতিষ্ঠান শুরু করেছেন ।

আনুষ্ঠানিক ভাবে এই যোজনার উদ্বোধন করেন আসাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডঃ দিলীপ কুমার নাথ ।এই উপলক্ষে আয়োজিত এক সভার আয়োজন করা হয় ।মহকুমা শাসক  আর,  এল, থানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডঃ দিলীপ কুমার নাথ ও পুলিশ সুপার রমন দীপ কৌ র ।সভায় উপস্থিত বিশিষ্ট জনের বক্তব্যে বিধায়ক কৌশিক রাই মহাশয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা  করা হয় ।তাদের মতে এই ধরনের পদক্ষেপ সমগ্র রাজ্যে এই প্রথম  আজ  লক্ষীপুরে  সূচনা হয়েছে ।বিধায়ক রাই তার বক্তব্যে তুলে ধরেন এই যোজনা র মূল উদ্দেশ্য , তিনি বলেন এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন চাকরি র পরীক্ষা দিতে কাজে আসবে ।বর্তমান সময়ে কারিগরি শিক্ষার উপর দক্ষতা থাকলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাকরি পাওয়া সহজ হয় , সেই কথা মাথায় রেখে বিধায়ক কৌশিক রাই  এই পদক্ষেপ হাতে নিয়েছেন  । এই  পদক্ষেপ শুধু  ব্যতিক্রমী নয় রাজ্যের বিভিন্ন জেলায় এধরনের প্রতিষ্ঠান খোলার অনুপ্রেরণা জাগাবে বলে জোরদার চর্চা শুরু হয়েছে ।সভায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন সৌমেন দাস প্রমুখ