DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

40 লক্ষ অসমীয়া ভাষী মুসলমানদের জাতিগত গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে

নিজস্ব সংবাদ দাতা গুয়াহাটি 11 ই সেপ্টেম্বর— আসামের মোট মুসলমান জনসংখ্যা এক কোটি তিরিশ লাখ , তার মধ্যে চল্লিশ লক্ষ মুসলমান যাদের মাতৃভাষা অসমীয়া এবং যাদের  পূর্ব পাকিস্তানের সাথে কোন সম্পর্ক নেই তাদেরকে  Khilonjiya Muslim  বলা হতো , বর্তমানে সেটার বদলে উপজাতির সাথে সংযুক্ত করে জাতিগত গোষ্ঠী হিসেবে বিবেচিত করা হবে ।

এখানে উল্লেখ করা হয়েছে গরিয়া, ,মরিয়া, দেশী ও চা জনজাতি জো হা সমাজের মানুষ ব্রিটিশ আমলে আসামে এসে  অসমীয়া ভাষা সংস্কৃতির সাথে একাত্মতা গড়ে তুলেছে , তাদের পূর্ব পাকিস্তানে র সাথে কোন সম্পর্ক নেই । সম্প্রতি এই চল্লিশ লক্ষের পরে বাকি থাকা নববর্ই লক্ষ মুসলমানদের কে বাংলা দেশী মূলের বলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সংবাদ মাধ্যম যোগে ব্যাপকভাবে প্রচার হচ্ছে ।সবচেয়ে মজার ব্যাপার হলো এন আর সি ওয়েবসাইটে পরিস্কার করেই বলা হয়েছে যে বাংলা দেশী মুলের মানুষের নাম  উঠবে না,  তা যদি হয় আসাম অগ্নি গর্ভ হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না ।এই ব্যাপারে আসামের কোন রাজনৈতিক দল প্রতিবাদ সাব্যস্ত করতে পারবেনা ।আগেই সবাই মতামত প্রকাশ করে দস্তখত করে দিয়েছেন ।আসাম প্রদেশ সংখ্যালঘু মোর্চা নেতারা বলছেন  চল্লিশ লক্ষ অসমীয়া মুসলমানদের কোন বিধায়ক সাংসদ নেই