নিজস্ব সংবাদ দাতা গুয়াহাটি 12 ই সেপ্টেম্বর— সেই 2016 ইংরেজি থেকে সমগ্র আসামে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন জারি করা করে ছয় মাস পর পর সেই আইনের মেয়াদ বৃদ্ধি করে আসছেন সরকার বাহাদুর ।আবারো সেপ্টেম্বর মাস থেকে আগামী ছয় মাসের জন্য এই বিশেষ আইনের আওতায় আনা হয়েছে সমগ্র রাজ্য কে ।
এখানে উল্লেখ করা আবশ্যক, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন কখন জারি করা হয়, অর্থাৎ যখন কোনো রাজ্যের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় না তখনই এই বিশেষ আইন জারি করা হয় ।সচেতন মহলের অভিমত আসামের বর্তমান অবস্থা সেই পর্যায়ে গিয়ে পৌঁছায় নি যে এই আইনের আওতায় আনা আবশ্যকীয় হয়ে পড়েছে ।তাদের মতে বর্তমান সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো , তার মধ্যে অশান্ত অঞ্চল ঘোষণা করা নিয়ে জল্পনা শুরু হয়েছে ।অযথা সাধারণ মানুষের কাছে এক আশঙ্কা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিক গন ।