DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

প্রধান মন্ত্রীর জন্ম দিনে শুভেচ্ছা জানাতে ভূলেন নি এই সব বাস্তু হারা, স্মরণ করিয়ে দিলেন তাঁর প্রতিশ্রুতি

বিশেষ প্রতিবেদন 16 ই সেপ্টেম্বর শিলচর—- ভারতের মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন আগামী কাল অর্থাৎ 17 ই সেপ্টেম্বর । এই দিনটি  ঘটা করে পালন করতে সমগ্র দেশে ভারতীয় জনতা পার্টির সদস্যরা উল্লাসে মেতে উঠেছেন ।কোথাও কোথাও সপ্তাহ ব্যাপী আবার কোথাও কোথাও পনেরো  দিন ব্যাপী বিভিন্ন কার্য সূচী র মাধ্যমে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।অনেক জায়গায় বিশ্ব গুরু দিবস হিসেবে তাঁর জন্ম দিন পালন করা হবে ।এই প্রতিবেদক ও প্রধান মন্ত্রীর জন্ম দিবস কে   আগাম শুভেচ্ছা জানিয়ে সংবাদ সংগ্রহের কাজে বেরিয়ে  পড়েছেন ।

প্রধান মন্ত্রীর জন্ম দিবস উপলক্ষে কোথায় কি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা  জানতে বেরিয়ে  আসামের বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে  বলেন যে আগামী কাল ভারতের প্রধান মন্ত্রীর জন্ম দিন , আপনারা শুভেচ্ছা জানাবেন কি?  ওরা বললেন নিশ্চয়ই তিনি একজন সফল প্রধান মন্ত্রী , আমারা তাঁর দীর্ঘায়ু কামনা করি ।তিনি আমাদের কে  কথা দিয়েছেন “এই কার্ড”- থাকলে আমাদের নাগরিকত্ব দিবেন ।কিন্তু সম্প্রতি  আমাদের বোধগম্য হয়েছে  এই কার্ড থাকা সত্ত্বেও আমাদের নাম এন আর সি থেকে   বাদ পড়বে , আমাদেরকে আদালতে হাজির হয়ে স্বীকার করতে হবে যে আমরা বাংলা দেশ থেকে 1966  ইংরেজি র পরে এসেছি । এখন আমাদের প্রশ্ন তিনি তো বলেছিলেন এই কার্ড থাকলে আমাদের কোন চিন্তা নেই , তাই তিনি র জন্ম দিবসে র শুভেচ্ছা জানিয়ে আমরা এই ফটো সাংবাদিক দের হাতে তুলে দিলাম শুধু মাত্র দৃষ্টি আকর্ষণের জন্য ।