DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

হিলাড়া পেট্রল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চালক

নিজস্ব সংবাদ দাতা কাঠি গড়া 16 ই সেপ্টেম্বর—– আজ সকাল আনুমানিক ছয়টা নাগাদ বদর পুর জোয়া ই জাতীয় সড়কের হিলাড়া পেট্রল পাম্প সংলগ্ন  এলাকায় সবজি বোঝাই ডি আই গাড়ির সাথে আগরতলা থেকে আসা আঠারো চাকা বিশিষ্ট লরির মুখোমুখি সংঘর্ষ হয় ।ফলে দুটির গাড়ির চালক গন আহত হন ।

সূত্রের খবর যে জায়গায় দূর্ঘটনা সংগঠিত হয়েছে সে জায়গায় সড়কের বাঁক থাকায় দ্রুতগতিতে আসা লরিটি সবজি বহনকারী ডি আই গাড়ি কে সজোরে ধাক্কা মারে , ফলে গাড়িতে থাকা সবজি রাস্তায় পড়ে যায় এবং লরিটি রাস্তার পাশে উল্টে যায় ।এখানে উল্লেখ করা আবশ্যক গাড়ির চালক গন আহত হয়েছেন । পুলিশের কাছে খবর পাঠানো হয়েছে ।