অসীম রায় লক্ষীপুর 25 শে সেপ্টেম্বর– সরকারের নির্দেশিকা মেনে শারদীয় দুর্গা পুজো অনুষ্ঠিত করতে লক্ষীপুর মহকুমা প্রশাসন গতকাল লক্ষীপুর মহকুমাশাসকের কনফারেন্স হলে এক সভার আয়োজন করেন । সভায় ভারপ্রাপ্ত মহকুমাশাসক আর, লিয়েন থা ঙ বলেন সরকারের নির্দেশিকা মতো পূজা কমিটি গুলো কে মহকুমাশাসকের কাছ থেকে অনুমতি নিতে হবে , মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের দুই টি রাস্তা রাখতে হবে , প্রতিদিন সকাল বিকাল বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মণ্ডপ পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে , পুজো কমিটি’র সকল সদস্যের ভ্যাকসিন নেওয়ার প্রমান পত্র থাকতে হবে , দুর্গা প্রতিমার উচ্চতা কম করতে হবে যাতে বিসর্জনের সময় বেশি মানুষের প্রয়োজন না হয় , মণ্ডপে প্রবেশের সময় ভক্ত দের মাস্ক পরিধানের উপর স্বেচ্ছা সেবক দের নজর রাখতে হবে প্রভৃতি নির্দেশিকা নিয়ে সভায় বিশেষ আলোচনা করা হয় ।
গতকালের অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সার্কেল অফিসার জনা থ ন বাই পে , মহকুমা পুলিশ আধিকারিক কুলো প্রদীপ ভট্টাচার্য, রাজা বাজারের বিডিও মৃন্ময় আল ই, লক্ষীপুর থানার ওসি রাজেশ দাস , জয়পুর থানার ওসি ধন্ জিত আল ই, সহ বিভিন্ন পূজা কমিটি’র সদস্য এবং স্বেচ্ছা সেবি সংগঠনের সদস্যরা । সভায় বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক গন ও উপস্থিত ছিলেন ।