DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

শারদীয় দুর্গা পুজো সুষ্ঠ ভাবে পালন করা নিয়ে লক্ষীপুর মহকুমাশাসকের সভা

অসীম রায় লক্ষীপুর 25 শে সেপ্টেম্বর– সরকারের নির্দেশিকা মেনে শারদীয় দুর্গা পুজো অনুষ্ঠিত করতে লক্ষীপুর মহকুমা প্রশাসন গতকাল লক্ষীপুর মহকুমাশাসকের কনফারেন্স হলে এক সভার আয়োজন করেন । সভায় ভারপ্রাপ্ত মহকুমাশাসক  আর, লিয়েন থা ঙ বলেন  সরকারের নির্দেশিকা  মতো  পূজা কমিটি গুলো কে মহকুমাশাসকের কাছ থেকে অনুমতি নিতে হবে , মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের দুই টি রাস্তা রাখতে হবে , প্রতিদিন সকাল বিকাল বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে মণ্ডপ  পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে , পুজো কমিটি’র সকল সদস্যের ভ্যাকসিন  নেওয়ার প্রমান পত্র থাকতে হবে , দুর্গা প্রতিমার উচ্চতা কম করতে হবে যাতে বিসর্জনের সময় বেশি মানুষের প্রয়োজন না হয় , মণ্ডপে প্রবেশের সময় ভক্ত দের মাস্ক পরিধানের উপর স্বেচ্ছা সেবক দের নজর রাখতে হবে প্রভৃতি নির্দেশিকা নিয়ে সভায়  বিশেষ আলোচনা করা হয় ।

গতকালের অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সার্কেল অফিসার জনা থ ন বাই পে , মহকুমা পুলিশ আধিকারিক কুলো প্রদীপ ভট্টাচার্য, রাজা বাজারের বিডিও মৃন্ময় আল ই, লক্ষীপুর থানার ওসি রাজেশ দাস , জয়পুর থানার ওসি ধন্ জিত আল ই, সহ বিভিন্ন পূজা কমিটি’র সদস্য  এবং স্বেচ্ছা সেবি সংগঠনের সদস্যরা । সভায়  বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক গন ও উপস্থিত ছিলেন ।