নিজস্ব সংবাদ দাতা 28 শে সেপ্টেম্বর শিলচর—- এতদিন ধরে কর্ম বিনিয়োগ কেন্দ্র গুলো তে নাম পঞ্জি ভুক্ত করতে বেকার যুবক যুবতী দের দীর্ঘ লাইন ধরতে হতো।অনেক সময় সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ও নাম পঞ্জি ভুক্ত করতে পারতেন না বেকার যুবক যুবতী গন ।ফলে পরের দিন সকালে আসতে হয় । অবশ্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অনলাইনে আবেদন করা নিয়ে নড়েচড়ে বসেছেন ।বিভিন্ন বিভাগে অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে । সম্প্রতি আসাম সরকার বেকার যুবক যুবতী দের সুবিধার জন্য কর্ম বিনিয়োগ কেন্দ্র গুলো তে অনলাইন পদ্ধতিতে নাম পঞ্জি ভুক্ত করতে সিদ্ধান্ত নিয়েছে । এই খবর ছড়িয়ে পড়তেই বেকার যুবক যুবতী দের মধ্যে খুশির সঞ্চার হয়েছে ।