DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

দিশা প্রতিবন্ধী কেন্দ্রে পঁচিশ হাজার টাকা সহায়তা করলেন প্রয়াত দীপক ভট্টাচার্যের সহধর্মিণী

বিপ্লব করচৌধরী  1 লা অক্টোবর বি হাড়া —-আজ 1 লা অক্টোবর , প্রয়াত বিধায়ক কমরেড দীপক ভট্টাচার্যের চুরাশি তম জন্মদিন উপলক্ষে বি হাড়া দেশবন্ধু ক্লাবের পরিচালিত শ্রী কোনা রাম নগরে অবস্থিত দিশা প্রতিবন্ধী কেন্দ্রের শিশুদের কল্যানে প্রয়াত বিধায়কের সহধর্মিণী অণিমা বৈদ্য ভট্টাচার্য আজ পঁচিশ হাজার টাকার  চেক তুলে দেন ডাঃ সঞ্জীব শিকদার মহাশয়ের হাতে ।

এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রয়াত জননেতা শ্রদ্ধেয় দীপক ভট্টাচার্যের কর্ম জীবন নিয়ে আলোচনা করা হয় ।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবন্ধু ক্লাবের সভাপতি  ডাঃ সঞ্জীব শিকদার, দেব জিত গুপ্ত , বিমল দে এবং প্রয়াত বিধায়কের সহধর্মিণী অণিমা বৈদ্য ভট্টাচার্য ।