DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

লক্ষীপুর মহকুমা কার্যালয়ে গান্ধীজী র জন্ম দিবস পালন অনুষ্ঠান

লক্ষীপুর থেকে অসীম রায়ের  প্রতিবেদন — আজ 2 রা অক্টোবর জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস । লক্ষী পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজকের এই মহান দিবস পালন করা হয় ।আজ সকাল এগারো ঘটিকায় মহকুমা শাসকের কার্যালয়ে প্রদীপ প্রজ্বলন করে গান্ধীজী র প্রতিকৃতি তে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং গান্ধীজী র জীবনের স্মৃতি চার ন করা হয় ।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসকের কার্যালয়ের সহকারী সহায়ক ভাস্কর বর্মন, খাদ্য সরবরাহ বিভাগের পরিদর্শক যামিনী কান্ত দলৈ, জনসংযোগ বিভাগের কর্মী রসেন্দ্র চাষা প্রমুখ । এই খবর লক্ষীপুর মহকুমা  জন সংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তি তে জানা গেছে ।