DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

লক্ষীপুর মহকুমা কল্যান আধিকারিকের বিজ্ঞপ্তি

অসীম রায় লক্ষীপুর 3 রা অক্টোবর—- লক্ষীপুর মহকুমার অধীনস্থ তপ শীল জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের মধ্যে  2020-2021 বর্ষের  বিভিন্ন সামগ্রী বন্টনের জন্য এই সব শ্রেণীর মানুষের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে ।সূত্রের মতে তপ শীল শ্রেণীর জন্য কৃষি সরঞ্জাম, প্রেসার কুকার, গ্যাস চুলা, উপজাতি শ্রেণীর জন্য প্রেসার কুকার ও ভেণ্ডার কীট এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য মালটি পার পাস পাওয়ার পুল পাল ভি টাই জার  বিতরন করা হবে ।

আগামী 8 ই অক্টোবরের মধ্যে নির্দিষ্ট ফর্মে আবেদন পত্র মহকুমা কল্যান আধিকারিকের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে ।বিশেষ অবগতির জন্য লক্ষীপুর মহকুমা কল্যান আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে । এই খবর লক্ষীপুর মহকুমার তথ্য ও জন সংযোগ বিভাগের এক বার্তায় জানা গিয়েছে ।