DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

লক্ষীপুরে উন্মোচন করা হলো মা ভবানী ভিডিও এলবাম

লক্ষীপুর থেকে অসীম রায় 8 ই অক্টোবর— এই প্রথমবার লক্ষীপুর থেকে চারটি গানের একটি ভিডিও এলবাম বের হলো ।নীত গীটার একাডেমীর ব্যবস্থা পনায় চারটি গানের এলবাম মা ভবানী ভিডিও এলবামের আনুষ্ঠানিক উন্মোচন গত 6 অক্টোবর মহালয়ার পূণ্য লগ্নে  লক্ষীপুর গার্ল হাইস্কুলে করা হয়।

এই উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন জগবন্ধু দাস এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহরু কলেজের অধ্যাপক শুভ জিত চক্রবর্তী , অধ্যাপক ইন্দ্র নীল দে ও সেবা রায়।প্রোজেক্টারের মাধ্যমে চারটি ভিন্ন স্বাদের গানের এলবাম মা ভবানী ভিডিও এলবামের আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ।সভায় স্থানীয় নাট্যকার, গীতিকার ও কন্ঠ শিল্পী সহ বিশিষ্ট সমাজ সেবী দের সংবর্ধনা দেওয়া হয় । সভায়  প্রথম বারের মত নীত গীটার একাডেমীর এই ধরনের  উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন রাজদীপ গোয়ালা, সঙ্গীত শিক্ষক কার্তিক রায়, রাজু চক্রবর্তী,  ইন্দ্র নীল দে, বিমলেন্দু চক্রবর্তী প্রমুখ । সভায় নীত গীটার একাডেমীর প্রধান নীত রায় ও বক্তব্য রাখেন । উন্মোচন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নীত একাডেমীর ছাত্র ছাত্রীরা ।