লক্ষীপুর থেকে অসীম রায় 10 ই অক্টোবর—– যেখানে রাস্তা দিয়ে লরি চলাচল করার কথা সেখানে নদীর উপর দিয়ে চলছে শতাধিক লরি, হ্যা এমনটা চলছে লক্ষীপুর মহকুমার চিরি নদীর উপরে ।সূত্রের মতে দীর্ঘ দশ কিলোমিটার রাস্তা চিরি নদীর উপর দিয়ে প্রতিদিন দিবারাত্রি শতাধিক পাথর বোঝাই লরি চলাচল করার ফলে সমগ্র চিরি নদীর জল কর্দমাক্ত হয়ে গেছে, ফলে জয়পুর, শিব স্থান, কনক পুর এলাকার হাজার হাজার মানুষ এই জল ব্যবহার করতে পারছেন না । এসব নিয়ে বারবার প্রতিবাদ করা সত্ত্বেও এইসব অবৈধভাবে পাথর বহনকারী লরি চলাচল বন্ধ করতে বন বিভাগের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।
আজ এই এলাকার মহিলা সংগঠনের তরফে সভানেত্রী স্মৃতি রানী বর্মন ও সম্পাদিকা সাবিত্রী দেবী সংবাদ মাধ্যমের সামনে তাদের অভিযোগ তুলে ধরে বলেন যে অবৈধভাবে পাথর বোঝাই লরি চলাচল করার ফলে এই নদীর জল ব্যবহার করতে পারছেন না চিরি নদীর তীরে বাসকরা মানুষ । , এখানে উল্লেখ করা আবশ্যক এই এলাকায় বিশুদ্ধ পানির সুবিধা না থাকায় এই এলাকার মানুষ চিরি নদীর জলের উপর নির্ভর শীল, এমতাবস্থায় এই নোংরা জল ব্যবহার করার ফলে অধিকাংশ মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন ।এদিকে পূর্ব কনক পুর এলাকার জনবহুল এলাকায় অবস্থিত পাথর ভাঙার মেশিনের ধূলো তে নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ।তাদের অভিযোগ বন ও পরিবেশ মন্ত্রক এসব নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না , স্থানীয় বাসিন্দারা বারবার জেলা ও মহকুমা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে ও কোন ইতিবাচক সাড়া পাননি বলে অভিযোগ করেছেন । আজ তারা বলেছেন বন ও পরিবেশ বিভাগ যদি অবিলম্বে এই অবৈধ পাথর বোঝাই লরি চলাচল বন্ধ না করে আগামী দিনে মহিলা সংগঠনের তরফে আন্দোলন শুরু করবেন বলে হুমকি দিয়েছেন ।