DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

বাংলাদেশ কাণ্ডে গর্জে উঠলো বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা, শিলচরে বিশাল মিছিল

নিজস্ব সংবাদ দাতা শিলচর 18 ই অক্টোবর— এই প্রথমবার বরাক উপত্যকার প্রাণ কেন্দ্র শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের বিশাল প্রতিবাদী মিছিল বের হয়েছে বলে জানিয়েছেন শিলচরের বিশিষ্ট ব্যক্তি গন ।কেন ? হঠাৎ করেই বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ প্রান্তিক কমিটি’র উদ্যোগে এই মিছিল বের হলো, জানা গেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে পূজা মণ্ডপে কোরান রেখে  কোরান অবমাননার ছুতোর মাধ্যমে কুমিল্লা জেলার পূজা মণ্ডপে হামলা চালিয়ে এক দল দুষ্কৃতী মূর্তি ভাঙচুর করে সমগ্র বাংলাদেশের পূজা মণ্ডপ গুলো তে ধারাবাহিক হামলা চালানো সহ হিন্দুদের উপর অমানবিক অত্যাচার চালায় , বাদ যায়নি অগ্নি সংযোগ সহ ধর্ষনের মতো জঘন্য অপরাধ ।

কোরান পূজা মণ্ডপেরাখার কারণে যদি মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে ঠিক স্বাভাবিক ভাবে হিন্দুদের মূর্তি ভাঙ্গার কারনে তাদের ও ভাবাবেগে আঘাত লাগার কথা , কিন্তু আজ পর্যন্ত যে ভাবে বাংলাদেশের রংপুর , ফেনী  এলাকায় হিন্দুদের  ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেটা কোনো ভাবেই সনাতনী হিন্দু গন মেনে নিতে পারছেনা ।আর তার ই বহিঃপ্রকাশ ঘটেছে আজকের এই মিছিলে । এই প্রতিবেদক জানিয়েছেন শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের  আহ্বানে  দল মত নির্বিশেষে সবাইকে সামিল হতে প্রথম দেখা গেলো ।সবারই এক আওয়াজ এধরনের ঘটনার উচিত বিচার করতে হবে, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে ইত্যাদি  । আজকের এই মিছিলের আয়োজন দেখে সর্বত্র চর্চা শুরু হয়েছে ।এদিকে প্রশাসনের তরফে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে ।