অসীম রায় লক্ষীপুর 22 শে অক্টোবর—–লক্ষীপুর মহকুমার মহকুমাশাসক এই মহকুমার গাও পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতি যথাক্রমে জয়পুর সমবায় সমিতি, চন্দ্র পুর সমবায় সমিতি, হরি নগর সমবায় সমিতি, জিরি ফুলের তল সমবায় সমিতি, রূপা ই বালি সমবায় সমিতি ও লক্ষ্মী পুর সমবায় সমিতির অধীনস্থ খাদ্য সুরক্ষা কার্ডের প্রত্যেক সদস্যদের মাথা পিছু 473 গ্রাম করে আটা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন ।
এই বরাদ্দকৃত আটা আগামী 31 অক্টোবরের মধ্যে প্রতিটি সমবায় সমিতি গুলোকে বিতরন করার নির্দেশ প্রদান করেছেন । এই খবর লক্ষীপুর জন সংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তি তে জানা গিয়েছে ।