বিপ্লব কর চৌধুরীর প্রতিবেদন 25 শে অক্টোবর বি হাড়া বাজার— গতকাল গত শে অক্টোবর বরাক উপত্যকার অগ্রণী সামাজিক সংগঠন বি হাড়া দেশবন্ধু ক্লাবের পঞ্চাশ তম সাধারণ সভা ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ।ক্লাবের সভাপতি ডাঃ সঞ্জীব সিকদার ক্লাবের তাকা উত্তোলন করে সভার সূচনা করেন ।সভার প্রথমে এই ক্লাবের প্রতিষ্ঠা তা দুই সদস্য যথাক্রমে প্রয়াত নবেন্দু ভট্টাচার্য ও নরেশ সিন হার মৃত্যু তে শোক প্রস্তাব গ্রহন করে তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় ।
এরপর ক্লাবের সম্পাদক অজিত রায় চৌধুরী বিগত 2019-2021 ইংরেজি বর্ষের আয় ব্যয়ের হিসাব সভায় উপস্থাপন করলে উপস্থিত সদস্যরা অনুমোদন করেন এরপর সভার সভাপতি নূতন কার্য করী গঠন করার প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা সর্ব সম্মতি ক্রমে পুনরায় ডাঃ সঞ্জীব সিকদার কে সভাপতি ও সহ সভাপতি পদে অশোক দেব রায় এবং সম্পাদক পদে পুনরায় অজিত রায় চৌধুরী কে নিযুক্ত করেন ।
গতকালের সভায় শিলচর জয়ন্তীয়া সড়ক কে মালা প্রকল্পের আওতায় আনার জন্য এবং রাস্তার কাজ ত্বরান্বিত করতে আসামের মূখ্য মন্ত্রী , শিলচরের সাংসদ , কাঠি গড়ার বিধায়ক এবং কাছাড় জেলার জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে প্রস্তাব গৃহীত হয় ।সভায় এই এলাকার শিক্ষা, খেলা ধুলা ও সাংস্কৃতিক পরিবেশ কে এগিয়ে নিয়ে যেতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।